Info Update

Teachers Day : View Notice

Welcome : View Notice

মুখ্য উপদেষ্টা


বিসমিল্লাহির রাহমানির রাহীম
সকল প্রশংসা মহান রবের যিনি জ্ঞানকে বানিয়েছেন নূর, আর সেই নূরের আলোতে আলোকিত হয় হৃদয় ও সমাজ।

যেবুন্নেছা মাদ্রাসাতুল বানাত — একটি স্বপ্ন, একটি সাধনা, একটি দীপ্ত সম্ভাবনার নাম। এই প্রতিষ্ঠানের প্রতিটি ইট-পাথরের মাঝে রয়েছে একটি মহৎ উদ্দেশ্য: আমাদের প্রিয় কন্যাদের এমনভাবে গড়ে তোলা, যেন তারা হয় পরহেজগার, আত্মবিশ্বাসী ও আদর্শবান নারী — যারা হবে আগামীর সমাজের আলোকবর্তিকা।

এই মাদ্রাসায় আমরা কেবল বইয়ের পৃষ্ঠা উল্টে দিই না, আমরা জাগিয়ে তুলি হৃদয়ের দরজা। আমরা শেখাই কীভাবে কুরআনের আলোয় জীবন গঠন করতে হয়, কীভাবে দুনিয়ার পথে হেঁটে পরকালের পাথেয় সংগ্রহ করতে হয়।

আমি এই মাদ্রাসার সকল ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং একান্তভাবে দোয়া করছি —
আল্লাহ যেন এই ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল করেন, এবং আমাদের কন্যাদের দ্বীন ও দুনিয়ার প্রকৃত রত্নে পরিণত করেন। আমিন।

— মুখ্য উপদেষ্টা
নাম
যেবুন্নেছা মাদ্রাসাতুল বানাত

পরিচালক


বিসমিল্লাহির রাহমানির রাহিম
আলহামদুলিল্লাহ, "যেবুন্নেছা মাদ্রাসাতুল বানাত" শুধুমাত্র একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি একটি মিশন, একটি আন্দোলন, এক দীনি জাগরণের নাম। ২০১৬ সালে শির্ক ও বিদআতের কেন্দ্রবিন্দু থেকে আল্লাহর তাওফিকে যাত্রা শুরু করে আজ তা হয়ে উঠেছে কুরআন ও সুন্নাহর আলোয় আলোকিত একটি মহিলা মাদ্রাসা।
আমাদের লক্ষ্য শুধুই কিতাবি জ্ঞান প্রদান নয়, বরং একজন আদর্শ মুসলিম নারী গড়ে তোলা, যিনি হবেন সমাজের আলোকবর্তিকা, দীনের খাদেমা এবং চরিত্র ও আদর্শের প্রতিচ্ছবি। আমরা কুরআন, হাদীস, ফিকহ, তাফসীর, তাসাউফ সহ সকল ইসলামী বিষয়ের পাশাপাশি বাংলা, গণিত, ইতিহাস, বিজ্ঞানসহ সাধারণ শিক্ষাকেও গুরুত্ব দিয়ে পড়াই। এতে ছাত্রীরা সময়োপযোগী ও ভারসাম্যপূর্ণ জ্ঞানের মাধ্যমে জীবন গঠন করতে পারে।
এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠার পেছনে ছিল সমাজের কিছু আল্লাহভীরু মানুষ, যারা চেয়েছিলেন অন্ধকারাচ্ছন্ন একটি স্থানে দীনের আলো ছড়িয়ে দিতে। আজ তারা সফল। আর সেই সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে, আমরা সবাই মিলে এগিয়ে চলেছি এক লক্ষ্য নিয়ে—“আল্লাহর সন্তুষ্টি অর্জন”। আমাদের মাদ্রাসায় কোনো বাণিজ্যিক উদ্দেশ্য নেই। শিক্ষার সাথে সাথে ছাত্রীরা দীনদারি, পর্দাশীলতা, খিদমাতে দীন এবং মানবসেবার শিক্ষা পায়। আমরা বিশ্বাস করি—নারীদের সঠিক শিক্ষা হলে পুরো সমাজ আলোকিত হয়। 
আপনাদের দোয়া, ভালোবাসা ও সহায়তা আমাদের পথচলার প্রেরণা। আল্লাহ তাআলা আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা কবুল করুন এবং এই প্রতিষ্ঠানকে কিয়ামত পর্যন্ত দীনের খিদমতের এক মজবুত মঞ্চ হিসেবে কবুল করে নিন—আমিন।

পরিচালক-
মোঃ নাজিম উদ্দিন
যেবুন্নেছা মাদ্রাসাতুল বানাত

সম্পাদক



আলহামদুলিল্লাহ!

সৃষ্টির সেরা মর্যাদায় ভূষিত মানুষ যদি জ্ঞান ও আদর্শের আলোয় আলোকিত না হয়, তবে সে অন্ধকারেই হারিয়ে যায়। এই উপলব্ধি থেকেই আমাদের ক্ষুদ্র প্রয়াস — যেবুন্নেছা মাদ্রাসাতুল বানাত — যেখানে নারীর শিক্ষার সাথে যুক্ত হয়েছে আত্মার পরিশুদ্ধি ও চরিত্রের গঠনের এক মহান লক্ষ্য।

এই ওয়েবসাইটটি আমাদের প্রতিষ্ঠানের একটি ক্ষুদ্র জানালা — যার পর্দা সরিয়ে দেখানো হচ্ছে আমাদের মেহনতি প্রচেষ্টা, দীপ্ত সংকল্প আর খাঁটি উদ্দেশ্য। এখানে আপনারা জানতে পারবেন আমাদের পাঠ্যক্রম, আদর্শ, শিক্ষা পরিবেশ এবং ছাত্রীদের সাফল্যের গল্প।

আমরা বিশ্বাস করি — কলমের শক্তি যদি কুরআনের আলোয় জ্বলতে পারে, তবে নারীও হয়ে উঠতে পারে সমাজ বদলের মূর্ত প্রতীক। সেই লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি — নিরবধি, নিঃস্বার্থভাবে।

সবার দোয়া, ভালবাসা ও সহযোগিতা কামনা করি, যেন আমরা এই মিশনকে সফলতার পথে এগিয়ে নিতে পারি।

— সম্পাদক
নাম
যেবুন্নেছা মাদ্রাসাতুল বানাত
🤲 আপনার মূল্যবান সহযোগিতা আমাদের জন্য অনুপ্রেরণা।
অনুগ্রহ করে নিচের লিংকটিতে ক্লিক করে পেমেন্ট করুন। পেমেন্ট করতে এখানে ক্লিক করুন
182

Students

13

teachers

1200

Members

5

Non Teaching Staff