বিসমিল্লাহির রাহমানির রাহিম
সব প্রশংসা একমাত্র আল্লাহ তা'আলার যিনি আমাদের দীনের খিদমতের তাওফিক দান করেছেন। "যেবুন্নেছা মাদ্রাসাতুল বানাত" প্রতিষ্ঠার পেছনে একটি গভীর দাওয়াতি উদ্দেশ্য ছিল—অন্ধকারাচ্ছন্ন একটি স্থানকে হক্বের আলোয় উদ্ভাসিত করা। যেখানে একসময় বিদআত, শির্ক ও কুসংস্কার চালু ছিল, সেখানে এখন চলে কুরআন, হাদীস, ফিকহ ও তাসাউফ-এর তালিম। এটি নিঃসন্দেহে একটি ঈমানী বিপ্লব, যা আল্লাহর রহমতেই সম্ভব হয়েছে। একটি সমাজকে প্রকৃত অর্থে আলোকিত করতে হলে নারীদের শিক্ষা অপরিহার্য। সেই চেতনাকে সামনে রেখেই আমরা একটি পূর্ণাঙ্গ মহিলা মাদ্রাসার ভিত্তি স্থাপন করি—যেখানে ইসলামী শিক্ষার পাশাপাশি জেনারেল শিক্ষাও গুরুত্বসহকারে প্রদান করা হয়। আমাদের ছাত্রীরা কেবল বইপুস্তকে সীমাবদ্ধ থাকে না; তারা শিখে কীভাবে একজন ভালো মেয়ে, স্ত্রী, মা ও মুমিনা হয়ে সমাজকে সঠিক পথে নিয়ে যাওয়া যায়।
এই পথচলা সহজ ছিল না, আজও নয়। কিন্তু আমরা বিশ্বাস করি—যেখানে নিয়ত খাঁটি, সেখানে আল্লাহর সাহায্য অনিবার্য। প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্রী, অভিভাবক, সহৃদয় দাতা ও এলাকাবাসীর ভালোবাসা, দোয়া ও সহায়তায় আজ এই প্রতিষ্ঠান দৃঢ় ভিত্তির উপর দাঁড়িয়ে আছে। আমরা কৃতজ্ঞ সেই সকল দাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি, যাঁরা নিজেদের অর্থ, সময় ও মেহনত দিয়ে এই প্রতিষ্ঠানের উন্নয়নে ভূমিকা রেখেছেন। দোয়া করি—আল্লাহ তাআলা এই খেদমতকে কবুল করুন এবং আমাদের আগামির পথ আরো সুগম করে দিন। আসুন—সবাই মিলে আলোর পথে হাঁটি, দীনের খেদমতে এগিয়ে আসি।
সভাপতি-
মোঃ জিয়াউল হক
যেবুন্নেছা মাদ্রাসাতুল বানাত
রাজাপুর (গোরাতলা), চাঁপাপুকুর, মাটিয়া, উত্তর ২৪ পরগনা - ৭৪৩২৯১