
Md Habibul Islam
Principal
আল্লাহ যাদের জ্ঞান দান করেন, তাদের মর্যাদা পৃথিবীতে ও পরকালে উঁচু করে দেন।"(সূরা আল-মুজাদিলা, আয়াত ১১)
আসসালামু আলাইকুম,
যেবুন্নেছা মাদ্রাসাতুল বানাতের পবিত্র অঙ্গনে আপনাদের আন্তরিক স্বাগতম। একটি স্বপ্ন, একটি দোয়া, আর একটুকরো আলোর আশায় আমাদের এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে — যেখানে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আলোকিত করতে চাই ইলম ও আমলের দীপ্তিতে। এই মাদ্রাসা শুধুমাত্র শিক্ষার প্রতিষ্ঠান নয়, বরং এটি একটি আত্মিক জাগরণের কেন্দ্র — যেখানে মুসলিম ছাত্রীদের দ্বীনি ও দুনিয়াবি উভয় জ্ঞানে সমৃদ্ধ করে তোলা হয়।
আমাদের মূল লক্ষ্যসমূহ:
- মুসলিম ছাত্রীদের জন্য একটি নিরাপদ, আদর্শ ও শিক্ষামূলক পরিবেশ তৈরি করা।
- ছাত্রীদের মধ্যে দ্বীনি শিক্ষা ও আধুনিক জ্ঞানের সমন্বয় ঘটানো।
- নৈতিকতা, শিষ্টাচার, আত্মসম্মানবোধ ও ইসলামী মূল্যবোধের বিকাশ ঘটানো।
- কুরআন-হাদীসের শিক্ষার পাশাপাশি সাধারণ শিক্ষায়ও দক্ষ করে গড়ে তোলা।
- আত্মবিশ্বাস, নেতৃত্বগুণ ও দায়িত্বশীলতা বৃদ্ধির জন্য বিশেষ কার্যক্রম পরিচালনা।
আমাদের অঙ্গীকার:
- প্রতিটি ছাত্রীকে জ্ঞানে, চরিত্রে ও নৈতিকতায় অনন্য করে গড়ে তোলা।
- ছাত্রীদের এমনভাবে প্রস্তুত করা, যাতে তারা ভবিষ্যতে একটি আদর্শ পরিবার ও সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
- অভিভাবক, শুভাকাঙ্ক্ষী ও দাতা ব্যক্তিদের সহযোগিতায় মাদ্রাসার উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যাওয়া।
শেষ কথা, আজকের এই ছোট্ট প্রচেষ্টা — আল্লাহর রহমতে একদিন মহীরুহ হয়ে দাঁড়াবে, ইনশাআল্লাহ। আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতাই আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আল্লাহ তায়ালা আমাদের সকল ছাত্রীর ইলম, আমল ও চরিত্রে বরকত দান করুন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ দান করুন। আমিন, ছুম্মা আমিন।
বিনীত,
মোঃ হাবিবুল ইসলাম
প্রধান শিক্ষক - যেবুন্নেছা মাদ্রাসাতুল বানাত