Education Zone

আমাদের মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা  ও কার্যক্রম 


যেবুন্নেছা মাদ্রাসাতুল বানাত-এ শিক্ষাদান করা হয় দ্বিমুখী ধারায়— দ্বিনী ও জেনারেল শিক্ষা।


দীনি বিষয়াবলি:

  • কুরআন মাজীদ ও তাজবীদ
  • তাফসীর
  • হাদীস
  • ফিকহ
  • নাহু ও সরফ
  • উসুল
  • বালাগাত
  • ফারায়েজ
  • আকাইদ
  • তাসাউফ
  • আদব ও আখলাক
  • সীরাতে রাসূল (সা.)
  • মান্তিক 
  • উর্দু
  • তারিখ

জেনারেল শিক্ষা:

  • বাংলা
  • ইংরেজি
  • গণিত
  • পরিবেশ ও  বিজ্ঞান
  • ইতিহাস
  • ভূগোল
  • কম্পিউটার ও সাধারণ জ্ঞান
  • এছাড়াও বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরিক্ষার প্রস্তুতি দেওয়া হয়।।


ভবিষ্যৎ পরিকল্পনা ঃ

  • ছাত্রীদের জন্য হোস্টেল ব্যবস্থা
  • বুখারী (টাইটেল) কোর্সের পূর্ণাঙ্গ ধারা
  • কম্পিউটার ও স্কিল ডেভেলপমেন্ট সেন্টার
  • দ্বীনী সাহিত্য ও গবেষণার পাঠাগার
  • ছাত্রীদের ব্যবহারিক বিভিন্ন হাতের কাজ শেখানো

আলহামদুলিল্লাহ, শিক্ষাদানের ধারা এমনভাবে সাজানো হয়েছে যেন একজন ছাত্রী, দ্বীন এর পাশাপাশি সমাজে সচেতন ও আত্মনির্ভরশীল নাগরিক হয়ে গড়ে ওঠে।  আমিন