Prologue
বিসমিল্লাহির রাহমানির রাহিম
আসসালামু ওয়ালাইকুম,
আলহামদুলিল্লাহ, "যেবুন্নেছা মাদ্রাসাতুল বানাত" শুধুমাত্র একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি একটি মিশন, একটি আন্দোলন, এক দীনি জাগরণের নাম। ২০১৬ সালে শির্ক ও বিদআতের কেন্দ্রবিন্দু থেকে আল্লাহর তাওফিকে যাত্রা শুরু করে আজ তা হয়ে উঠেছে কুরআন ও সুন্নাহর আলোয় আলোকিত একটি মহিলা মাদ্রাসা। আমাদের লক্ষ্য শুধুই কিতাবি জ্ঞান প্রদান নয়, বরং একজন আদর্শ মুসলিম নারী গড়ে তোলা, যিনি হবেন সমাজের আলোকবর্তিকা, দীনের খাদেমা এবং চরিত্র ও আদর্শের প্রতিচ্ছবি। আমরা কুরআন, হাদীস, ফিকহ, তাফসীর, তাসাউফ সহ সকল ইসলামী বিষয়ের পাশাপাশি বাংলা, গণিত, ইতিহাস, বিজ্ঞানসহ সাধারণ শিক্ষাকেও গুরুত্ব দিয়ে পড়াই। এতে ছাত্রীরা সময়োপযোগী ও ভারসাম্যপূর্ণ জ্ঞানের মাধ্যমে জীবন গঠন করতে পারে।
এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠার পেছনে ছিল সমাজের কিছু আল্লাহভীরু মানুষ, যারা চেয়েছিলেন অন্ধকারাচ্ছন্ন একটি স্থানে দীনের আলো ছড়িয়ে দিতে। আজ তারা সফল। আর সেই সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে, আমরা সবাই মিলে এগিয়ে চলেছি এক লক্ষ্য নিয়ে—“আল্লাহর সন্তুষ্টি অর্জন”। আমাদের মাদ্রাসায় কোনো বাণিজ্যিক উদ্দেশ্য নেই। শিক্ষার সাথে সাথে ছাত্রীরা দীনদারি, পর্দাশীলতা, খিদমাতে দীন এবং মানবসেবার শিক্ষা পায়। আমরা বিশ্বাস করি—নারীদের সঠিক শিক্ষা হলে পুরো সমাজ আলোকিত হয়। আপনাদের দোয়া, ভালোবাসা ও সহায়তা আমাদের পথচলার প্রেরণা। আল্লাহ তাআলা আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা কবুল করুন এবং এই প্রতিষ্ঠানকে কিয়ামত পর্যন্ত দীনের খিদমতের এক মজবুত মঞ্চ হিসেবে কবুল করে নিন—আমিন।